আমাদের সফলতার ৬০ বছর
স্থাপিতঃ ১৯৬২ ইং | প্রতিষ্ঠান কোডঃ ১৫৩৬৬ | EIIN : ১১৭১০৫
বিসমিল্লাহির রহমানির রহিম
উপমহাদেশে ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারের ইতিহাস অনেক প্রাচীন ও পুরাতন। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আগত খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ, দরবেশ, পীর-আউলীয়া ও বুজুরগ©ণের আগমন এ অঞ্চলে ইসলামী শিক্ষার পথ পরিক্রমা সূচিত হয়। কলকাতা আলীয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হবার পর থেকে ভারতীয় উপমহাদেশে ইসলামী শিক্ষার গতিধারা পাল্টে গিয়ে মাদ্রাসা শিক্ষার ধারা উন্মোচিত হয়। প্রচলিত শিক্ষার পাশাপাশি কুরান, হাদিস, ইসলামী সাহিত্যসহ মহামনীষীদের জীবনী গ্রন্থ পাঠ্যসূচীর অর্ন্তভূক্ত করে মাদ্রাসা শিক্ষা ধারা সূচিত হয়। আর তা ফুলে ফলে সুশোভিত হতে থাকে এদেশের ইসলাম প্রিয়, ইসলামী জ্ঞানপিপাসু খোদভীরু ব্যক্তিদের মাধ্যমে। যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত হতে থাকে ইসলামী শিক্ষার প্রানকেন্দ্র বা সূতিকাগার রুপে বিভিন্ন ধরনের মাদ্রাসা।
মহাকাজের জন্য প্রয়োজন মহতি উদ্যোগ। আর প্রয়োজন পরিশ্রমী সৃষ্টিশীল মানুষ। যার ঐকান্তিক প্রচেষ্টায় সৃষ্টি হয় নতুন ইতিহাস। তেমনি খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসা সৃষ্টির ইতিহাস আনেক ঘটনা বহুল ও সৃষ্টিশীল। পুরাতন বাগেরহাট মহকুমা, বর্তমান বাগেরহাট জেলার অন্তর্গত মোড়লগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্নগ্রহন করেন মরহুম আলহাজ্ হাফেজ আব্দুল হাকিম আজাদী সাহেব। ছোট বেলা থেকে তিনি ছিলেন ইসলামী জ্ঞানপিপাসু ও সমাজসেবক। তারই কঠোর পরিশ্রমে ও ঐকান্তিক প্রচেষ্টায় খুলনা শহরের প্রানকেন্দ্র খুলনা যশোর মহাসড়কের পাশ ঘেষে জোড়াগেট নূরনগর বয়রা এলাকায় ক্রয়কৃত ২৫ শতক জমির উপর ১৯৬০ইং সনে হেফজখানা ও এতিমখানা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতিষ্ঠানের শিক্ষাথী©র সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে। প্রয়োজন হয়ে পরে ভৌতিক অবকাঠামো নিরামান সহ শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টির আবহ। তাই তিনি প্রতিষ্ঠানের সমসা সমাধান সহ কলেবর বৃদ্ধির জন্য সমাজের ইসলাম প্রিয় বাক্তিদের পরামর্শ ও সাহায্য সহযোগিতা কামনা করেন।
মরহুম আলহাজ্ব হাফেজ আব্দুল হাকিম আজাদী সাহেব ছিলেন একজন দক্ষ পরিচালক, তার কঠোর পরিশ্রমে প্রতিষ্ঠানটির সুনাম চতু©দিকে ছড়িয়ে পড়তে থাকে। দেখা দেয় অবকাঠামো নির্মান সহ প্রয়োজনীয়, ভূ-খন্ডের। এতিমখানা ও হেফজখানার সন্নিকটে ছিল একটি কোল্ড স্টোরেজ। কোল্ডস্টোরেজের মালিক ছিলেন ইসলামী আদর্শের অনুসারী। প্রতিষ্ঠানটির পুণ©রুপ প্রদানের নানা সমস্যা দেখা দেয়ায় তার পরামর্শ ও আন্তরিকতায় প্রতিষ্ঠানটি স্থানান্তরের সিদ্ধান্ত হয় । প্রতিষ্ঠান পূনঃস্থাপনের জন্য শিক্ষার অনুকূল পরিবেশ, যোগাযোগ ব্যবস্থার সুবিধাসহ নিষ্কটক জমি খোঁজা শুরু হয়। অবশেষে খুলনা শিল্প নগরীর খালিশপুরস্থ যশোর খুলনা মহাসড়কের পাশে মুজগুন্নি নামক স্থানে প্রয়োজনীয় ০১(এক) বিঘা জমি পাওয়ায় কোল্ড স্টোরেজের মালিক ও আজাদী সাহাবের যৌথ অর্থায়নে ক্রয়কৃত জমির উপর উক্ত হেফজখানা ও এতিমখানা ১৯৬২ইং সনে পুনঃ স্থাপন করা হয়।
মরহুম আলহাজ্ব আব্দুল হাকিম আজাদী সাহেব ছিলেন একজন আদর্শ সমাজসেবক। তারই বড় ভাই মরহুম এ, কে, এম, আব্দুল মজিদ সাহেব তখন শর্শিনা মাদ্রাসার উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটি পুনঃ স্থাপন কালে মরহুম আব্দুল হাকিম আজাদী সাহেব ও বড় ভাই আব্দুল মজিদ সাহেবের পরামর্শে শর্শিনার মরহুম পীর সাহেব নেছার উদ্দীন সাহেবের নামের সাথে মিল রেখে খুলনা নেছারিয়া হেফজখানা ও এতিমখানা রাখা হয়।
পরবর্তীতে ১৯৯৬ ইং ও ১৯৬৪ ইং সনে হেফজখানা ও এতিমখানার ছাত্রদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলে কর্মসংস্থানের জন্য প্রতিষ্ঠানে কারিগরী বিভাগের কয়েকটি শাখা খোলা হয়।
শিক্ষা সমাজকে আলোকিত করার প্রধান মাধ্যম। সমাজের বেশিরভাগ চাওয়া-পাওয়া শিক্ষার মাধ্যমে প্রতিভাত হয়। গুনগত শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মনোরম পরিবেশে দ্বীনি শিক্ষায় মানব সম্পদ তৈরীর প্রয়াসে আমরা মনোনিবেশ করেছি। আমাদের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোড© কতৃ©ক জেডিসি, দাখিল ও আলিম শ্রেণির শিক্ষাথী©দের নিবন্ধন, ফরম-ফিলাপ, ফলাফল প্রাপ্তি, পরীক্ষক/প্রধান পরীক্ষক নিয়োগসহ সকল কায©ক্রম অন-লাইনের মাধ্যমে সম্পন্ন করার অভূতপূব© সুযোগ সৃষ্টি করা পুরো শিক্ষা ব্যবস্থায় আলোকবতি©কা হিসেবে প্রতীয়মান। শিক্ষা বোডে©র অন-লাইন সেবা প্রদানের এই যুগোপযোগী সিদ্ধান্তের জন্য আমরা শিক্ষা বোডে©র সংশ্লিষ্ট সকলকে মাদরাসা তথা গ্রামবাসীর পক্ষ থেকে সাধুবাদ, কতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানাই। আমরা গভীরভাবে বিশ্বাস করি একটি মাত্র কথা ‘‘ডিজিটাল বাংলাদেশ” আজ দেশকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মাকাবেলায় বিশ্ব দরবারে আমাদের চলার পথ সুন্দর করেছে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকার ন্যায় সকল ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের দেশকে সোনার বাংলায় পরিণত করবো ইন্শাআল্লাহ।
আমরা এ মহতী কার্যক্রমের সাবিক সাফল্য কামনা করছি।

সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম।
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা হয়ত ভাবছেন, আপনাদের স্নেহের sontanke কোথায় ভর্তি করাবেন? এক্ষেত্রে কেবল দুনিয়া নয়, আখেরাতের বিষয়টিও বিবেচ্য বিষয়। সাধারণ শিক্ষার পাশাপাশি কুরআন হাদীসের জ্ঞানে আলোকিত জীবন, আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন এবং নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেম সৃষ্টির জন্য আপনার সন্তানকে অত্র মাদ্রাসায় ভর্তির আহ্বান জানাচ্ছি আমরা আরবি ও সাধারণ শিক্ষার পাশাপাশি সরকার কতৃক প্রণিত স্বতন্ত্র কারিকুলাম, সিলেবাস ও টেক্সট নিয়ে অত্র প্রতিষ্টানটি পরিচালনা করে থাকি। তাই অত্র মাদ্রাসার মনোরম প্রাকৃতিক পরিবেশ , প্রশস্ত ক্যাম্পাস, আকর্ষনীয় ও সুসজ্জিত ক্লাসরুম সম্বলিত প্রতিষ্ঠানে আপনাদের স্বশরীরে পরিদর্শন ও সন্তানকে ভর্তির আমন্ত্রন জানাচ্ছি।
মোঃ আবদুর রহমান
অধ্যক্ষ
খুলনা নেসারিয়া কামিল মাদ্রাসা।

বিশ্বায়নের এই যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। উন্নয়নের অংশীদার হতে হলে এবং এর সুফল পেতে হলে দক্ষ জনশক্তি গঠন অবশ্যই প্রয়োজন। আর সে লক্ষ্যেই সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সংযোজন একটি যুগোপযোগী সিদ্ধান্ত। কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে সেদিন জন্ম হয়েছিল সিটি পলিটেকনিক ইনস্টিটিউট এর। আর তারই ধারাবাহিকতায় আজকের এই পথচলা। বর্তমান সরকারের সদিচ্ছা ও সহযোগিতার সাথে আমাদের ঐকান্তিক চেষ্টাই আগামী দিনে কারিগরি শিক্ষাকে মূলধারার শিক্ষায় পরিণত করবে এটাই আমাদের সকলের প্রত্যাশা। বহুল জনসংখ্যাপূর্ণ আমাদের এই দেশে কারিগরি শিক্ষাই পারে অবস্থার উন্নতি ঘটাতে এবং উন্নত দেশসমূহের কাতারে সামিল করতে। সেদিন হয়তো আর বেশি দূরে নয় যেদিন আমরা চাকুরী প্রত্যাশী নয় বরং প্রত্যেক শিক্ষার্থীকে একেকজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব এবং কর্মসংস্থান সৃষ্টি করব। স্বয়ংসম্পূর্ণ ও সবল রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে নিজেদেরকে তুলে ধরব নতুন আঙ্গিকে নতুন চেতনায়। শুধু তাই নয় নেতৃত্বে কারিগরি শিক্ষার্থীরা থাকবে অগ্রভাগে। তাদের উদ্ভাবনী ও সৃজনশীল চিন্তা-আবিস্কার জীবনযাত্রায় আনবে স্বাচ্ছন্দ্যময় পরিবর্তন। সময়ের পরিবর্তনের ধারায় আমরা থাকব প্রথম সারিতে। প্রাণচাঞ্চল্য ও কর্মব্যস্ততায় আমাদের জীবন হয়ে উঠবে উপভোগ্য আর নৈতিকতায় থাকব আপসহীন। চিরমহান মঙ্গলময় সৃষ্টিকর্তার নিকট এমনই প্রার্থনা ও সমর্পণ রেখে কৃতজ্ঞতায় অন্তর পূর্ণ হোক।
শেখ হাবিবুর রহমান
উপাধ্যক্ষ
সিটি পলিটেকনিক ইন্সটিটিউট খুলনা
আমাদের ব্যতিক্রমধর্মী সিলেবাসের বিশেষ বৈশিষ্ট্যঃ
- ৫ম শ্রেনী সমাপনী পরীক্ষার পূর্বেই সম্পূর্ন কুরআন শরীফ সহীহ উচ্চারনে পরার নিশ্চায়তা রয়েছে
- নার্সারী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত পর্যায়ক্রমে পবিত্র কুরআনের কমপক্ষে ৩০তম পারা মুখস্থ করানো হয়।
- আরবি, বাংলা ও ইংরেজী ভাষা শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, গণিত, সমাজ, বিজ্ঞান সহ সাধারন শিক্ষায় পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে সক্ষন হবে - ইনশা আল্ললাহ ।
- অত্যাধুনিক ICT Learning Center এ ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সিলেবাসভুক্ত ৬টি বিষয় পাঠদান করা হয়। ।
- দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ইসলামী ও সাধারন জ্ঞান অর্জনের ব্যবস্থা রয়েছে।
- ববহারিক জীবনে অতি প্রয়োজনীয় পর্যাপ্ত হাদীস ও দু'আ মুখস্থ করানো হয়।
ভর্তি সংক্রান্ত তথ্য
ভর্তি ফরম বিতরন ও জমাঃ
- নার্সারী থেকে ৯ম শ্রেনীঃ ১ নভেম্বর থেকে শুরু
- ভর্তি ফর্ম মাদ্রাসার অধ্যক্ষ অফিস থেকে ৩০/- টাকা জমা দিয়ে সংগ্রহ করতে হবে।
ভর্তি পরীক্ষা পদ্ধতিঃ
ভর্তি ফর্ম জমা দেওয়ার সময় ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের ভর্তি কমিটি কতৃক মৌখিক/লিখিত পরীক্ষা নেওয়া হয়।
ভর্তি
- ভর্তি কমিটি কতৃক বাছাইয়ের পর সুপারিশকৃত শ্রেনীতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।
ক্লাস শুরুঃ
১ জানুয়ারী পাঠ্যপুস্তক বিতরন উতসবের মাধ্যমে ক্লাস কার্যক্রম শুরু হয়।
ভর্তি ফরমের সাথে জমা দিতে হবেঃ
- ৪ কপি পাসপোর্ট সাইজের রঞিন ছবি।
- পূর্ববর্তী প্রতিষ্টানের ছাড়পত্র, প্রশংসা পত্র, নম্বরপত্র (বার্ষিক পরীক্ষার রেজাল্ট)।
- শিক্ষার্থীর ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের ফটোকপি
- পিতা ও মাতার এন আইডি কার্ডের ফটোকপি।
- ৬ষ্ট ও ৯ম শ্রেনীতে ভর্তির জন্য ৫ম ও ৮ম শ্রেনীর রেজিঃ কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি এবং মূল মার্কশীট ও প্রশংসাপত্র।

বাংলাদেশের সুবর্নজয়ন্তী
বঙ্গবন্ধু কর্নার

টিউশন ফি
২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীকে নিম্নোক্ত হারে বেতন ও বিভিন্ন ফি পরিশোধ করতে হবে।
টেকনোলজির নাম | ভর্তি ফি | মাসিক বেতন | সেমিষ্টার ফি | ৪ বছরে খরচ |
---|---|---|---|---|
কম্পিউটার | ৮০০০ | ২০০০ | ২০০০ | ১২০০০০ |
ইলেক্ট্রনিক্স | ৮০০০ | ১৫০০ | ২০০০ | ৯৬০০০ |
ইলেক্ট্রিক্যাল | ৮০০০ | ২০০০ | ২০০০ | ১২০০০০ |
সিভিল | ৮০০০ | ২০০০ | ২০০০ | ১২০০০০ |
মেকানিক্যাল | ৮০০০ | ২০০০ | ২০০০ | ১২০০০০ |
টেলিকমিউনিকেশন | ৮০০০ | ১৫০০ | ২০০০ | ৯৬০০০ |
আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন | ৮০০০ | ১৫০০ | ২০০০ | ৯৬০০০ |
মেরিন | ৮০০০ | ২৫০০ | ২৫০০ | ১৪৮০০০ |
রেফ্রিজারেশন | ৮০০০ | ১৫০০ | ২০০০ | ৯৬০০০ |
অটোমোবাইল | ৮০০০ | ১৫০০ | ২০০০ | ৯৬০০০ |
রেজিষ্ট্রেশন ফি, বোর্ড পরীক্ষার ফি, টেষ্ট পরীক্ষার ফি, ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং বা ইন্টার্নি ফি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আলাদাভাবে পরিশোধ করতে হবে।
ক্লাস শুরুর ১৫ দিনের মধ্যে সম্পুর্ন সেমিষ্টার ফি পরিশোধ করতে হবে। ৭ম সেমিষ্টারের মধ্যে ৮ম সেমিষ্টার পর্যন্ত অর্থাত ৪৮ মাসের সকল বয়েয়া পরিশোধ করতে হবে।
নোটিশবোর্ড
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Duis aute irure dolor in reprehenderit
যোগাযোগ
গুগল ম্যাপের পিন থেকে সহজেই আমাদের মাদ্রাসার লোকেশান খুজে পাবেন।আমাদের মাদ্রাসায় আপনাকে স্বাগতম।
যোগাযোগের মাধ্যম
ফোন অথবা ইমেইলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা পাশের ফর্মটি পুরন করে মেসেজ পাঠাতে পারেন।
ঠিকানা
মুজগুন্নী,জিপিও-৯০০০, খালিশপুর, খুলনা