অধ্যক্ষের বাণী

মহান আল্লাহর অবতারিত সর্বশ্রেষ্ঠ নির্ভুল আসমানী কিতাব আল কুরআন এবং মানবতার মুক্তির দিশারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ^নবী হযরত মুহাম্মদ (সঃ) এর সুন্নাত প্রচার-প্রসারের লক্ষে পবিত্র মক্কায় দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় । একই উদ্দেশ্যে ১৭৮০ সালে তৎকালীন ভারতবর্ষে ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে আলিয়া মাদ্রাসা শিক্ষা ধারা প্রবর্তিত হয় ।

তারই ধারাবাহিকতায় আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষার সমন্বয়ে বর্তমান আলিয়া মাদ্রাসা শিক্ষা মানব সম্পদ ও প্রজ্ঞাবান খাঁটি মুসলিম গঠনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে । এ জাতীয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে খেদমতের সুযোগ লাভে ধন্য হওয়ায় মহান সৃষ্টিকর্তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি – আলহামদুলিল্লাহ ।

খুলনা মহানগরীর ঐতিহ্যবাহী খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি এর শুভাকাঙ্খী,শিক্ষক- কর্মচারী, ছাত্র, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের মধ্যে যারা ইন্তেকাল করেছেন প্রথমে তাদের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করছি । দেশপ্রেমিক নাগরিক , উন্নত চরিত্র তথা মহানবী (সঃ) এর সুমহান আদর্শে আদর্শ মানুষ গড়ার সুতিকাগার বাংলােেদশ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। যার একটি অংশ অত্র মাদ্রাসা। এ অঞ্চলের মানুষের আন্তরিকতা, ভালোবাসা, গভর্নিং বডির বলিষ্ঠ ভ‚মিকা এবং সম্মানিত শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় মাদ্রাসাটি ধীরে ধীরে উন্নতির দিকে অগ্রসর হচ্ছে । এজন্য তাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ । আল্লাহর প্রতি তাওয়াক্কুল , রাসূল (সাঃ) এর প্রতি ভালোবাসা এ প্রতিষ্ঠানকে তার কাঙ্খিত লক্ষে পৌঁছে দিবে ইনশাল্লাহ । সকল শ্রেণি পেশার মানুষকে এ দ্বিনী প্রতিষ্ঠানের প্রতি নেক দৃষ্টি রাখার আহবান জানাচ্ছি । আল্লাহ আমাদেরকে পূর্ণভাবে ঈমানি দায়িত্ব পালনের তাওফিক দিন । আমীন !

মোঃ আবদুর রহমান
অধ্যক্ষ
খুলনা নেসারিয়া কামিল মাদ্রাসা।