আমাদের ইতিহাস

খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার ইতিহাস

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ নিবাসী মরহুম হাফেজ মোঃ আবদুল হাকীম আজাদী সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় এবং অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের সার্বিক সহযোগীতায় ১৯৬২ সনে ইসলামী শিক্ষা বিস্তারের লক্ষে খুলনা শহরের প্রাণকেন্দ্র খালিশপুর অঞ্চলে খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসাটি এক একর এক শতক জমির উপর প্রতিষ্ঠিত হয় । মাদ্রাসাটি ০১/০৭/১৯৭২ খ্রি. তারিখ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক দাখিল স্বীকৃতী লাভ করে । স্বীকৃতিকালীন বাগেরহাট জিলার

ফকিরহাট থানা নিবাসী মরহুম মাওলানা নূরুল হসলাম সুপার পদে অধিষ্ঠিত ছিলেন ।

অতঃপর ০১/০৭/১৯৭৩ খ্রি. তারিখে আলিম, ০৪/০২/১৯৭৬ খ্রি. তারিখে ফাজিল এবং ০১/০৭/১৯৯৬ খ্রি. তারিখে মাদ্রাসাটি কামিল স্তরে স্বীকৃতি লাভ করে । প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধী অত্যন্ত সুনাম ও সুখ্যাতির সাথে দক্ষ গভর্নিং বডির পরিচালনায় এবং অভিজ্ঞ ও সুযোগ্য শিক্ষকমন্ডলী দ্বারা মাদ্রাসা পরিচালিত হচ্ছে ।প্রতি বছর এখান থেকে প্রতিভাবান শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণির পাবলিক পরীক্ষায় ভাল ফলাফল করে দেশে ও দেশের বাইরে নামিদামী বিশ^বিদ্যালয়ে অধ্যায়ন করে যাচ্ছে । বিগত ০৮/১০/২০১৮ খ্রি. তারিখ থেকে স্বর্ণপদক প্রাপ্ত মাওলানা মোঃ আবদুর রহমান (এম.এম , এম. এ -১ম শ্রেণি ) অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন ।