আমাদের কথা

শিক্ষা সমাজকে আলোকিত করার প্রধান মাধ্যম। সমাজের বেশিরভাগ চাওয়া-পাওয়া শিক্ষার মাধ্যমে প্রতিভাত হয়। গুনগত শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মনোরম পরিবেশে দ্বীনি শিক্ষায় মানব সম্পদ তৈরীর প্রয়াসে আমরা মনোনিবেশ করেছি। আমাদের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোড© কতৃ©ক জেডিসি, দাখিল ও আলিম শ্রেণির শিক্ষাথী©দের নিবন্ধন, ফরম-ফিলাপ, ফলাফল প্রাপ্তি, পরীক্ষক/প্রধান পরীক্ষক নিয়োগসহ সকল কায©ক্রম অন-লাইনের মাধ্যমে সম্পন্ন করার অভূতপূব© সুযোগ সৃষ্টি করা পুরো শিক্ষা ব্যবস্থায় আলোকবতি©কা হিসেবে প্রতীয়মান। শিক্ষা বোডে©র অন-লাইন সেবা প্রদানের এই যুগোপযোগী সিদ্ধান্তের জন্য আমরা শিক্ষা বোডে©র সংশ্লিষ্ট সকলকে মাদরাসা তথা গ্রামবাসীর পক্ষ থেকে সাধুবাদ, কতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানাই। আমরা গভীরভাবে বিশ্বাস করি একটি মাত্র কথা ‘‘ডিজিটাল বাংলাদেশ” আজ দেশকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মাকাবেলায় বিশ্ব দরবারে আমাদের চলার পথ সুন্দর করেছে।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকার ন্যায় সকল ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের দেশকে সোনার বাংলায় পরিণত করবো ইন্শাআল্লাহ।

আমরা এ মহতী কার্যক্রমের সাবিক সাফল্য কামনা করছি।