
- ৫ম শ্রেনী সমাপনী পরীক্ষার পূর্বেই সম্পূর্ন কুরআন শরীফ সহীহ উচ্চারনে পরার নিশ্চায়তা রয়েছে
- নার্সারী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত পর্যায়ক্রমে পবিত্র কুরআনের কমপক্ষে ৩০তম পারা মুখস্থ করানো হয়।
- আরবি, বাংলা ও ইংরেজী ভাষা শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, গণিত, সমাজ, বিজ্ঞান সহ সাধারন শিক্ষায় পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে সক্ষন হবে – ইনশা আল্ললাহ ।
- অত্যাধুনিক ICT Learning Center এ ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সিলেবাসভুক্ত ৬টি বিষয় পাঠদান করা হয়। ।
- দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ইসলামী ও সাধারন জ্ঞান অর্জনের ব্যবস্থা রয়েছে।
- ববহারিক জীবনে অতি প্রয়োজনীয় পর্যাপ্ত হাদীস ও দু’আ মুখস্থ করানো হয়।
শিক্ষাদান পদ্বতি
পড় তোমার প্রভুর নামে । শিক্ষার এই মহান বাণী নিয়ে যাত্রা শুরু হয় মানবতার ধর্ম ইসলামের। মানবতার মুক্তির লক্ষে আল্লাহ তায়ালা যুগে যুগে মানব জাতির শিক্ষকরূপে নবীদেরকে প্রেরণ করেন । হযরত আদম (আঃ) থেকে শুরু করে হযরত মুহাম্মদ (সাঃ) পর্যন্ত সকল নবীই ছিলেন শিক্ষার ধারক ও বাহক । আর মুহাম্মদ (সাঃ) ছিলেন সে ধারার সর্বশেষ ও সর্বোত্তম প্রেরিত পুরুষ । তাঁর মাধ্যমে ঐশি শিক্ষার পূর্ণতা লাভ করে । তিনি তার কার্যকর ও বাস্তবমুখী শিক্ষা পদ্ধতির মাধ্যমে তৎকালীন আরবের মূর্খ ও বর্বর একটি জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ আসনে সমাসীন করান ।
হযরত মুহাম্মদ (সাঃ) এর শিক্ষাদান পদ্ধতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় শিক্ষানীতির অনুসরণে খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি পরিচালিত হচ্ছে।
আমাদের বিশেষত্ব ঃ-
১.দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমÐলী দ্বারা শিক্ষাদান ।
২. এসেম্বলী ও সমাবেশের মাধ্যমে ক্লাস কার্যক্রম শুরু ।
৩. নার্সারী শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের সহজে বোঝার জন্য শ্রেণিকক্ষে দেওয়ালে বিষয়ভিত্তিক চিত্র অংকিত।
৪. বাড়ির কাজ প্রদান ও গ্রহণ ।
৫. হাতের লেখা সুন্দর করার প্রতি গুরুত্ব প্রদান।
৬. মাল্টিমিডিয়া ক্লাশরুমে কম্পিউটার প্রজেক্টরের মাধমে ক্লাস গ্রহন ।
৭. অধর্-বার্ষিক, বার্ষিক, নির্বাচনি পরীক্ষা ছাড়াও সাপ্তাহিক ও মডেল টেস্ট
গ্রহণ ।
৮. পাঠ্য বইয়ের বাইরে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক মাসয়ালা মাসায়েল শিক্ষাদান ।
৯. আরবির পাশাপাশি ইংরেজি, অংক, বিজ্ঞান, আই.সি.টি সহ অন্যান্য জেনারেল
বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়
১০. আরবি, ইংরেজি বিষয়ে দক্ষ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে আন্তঃ শ্রেণি প্রতিযোগীতার ব্যবস্থা করা হয় ।
১১. পাঠ্য বইয়ের সাথে সম্পর্ক রেখে বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতার ব্যবস্থা
।
১২. জাতীয় দিবস সমূহে বক্তব্য,রচনা , অংকন, সাধারণ জ্ঞান প্রতিযোগীতার ব্যবস্থা ।
১৩. কামিল শ্রেণির শিক্ষার্থীদের দরসের মাধ্যমে বুখারী শরীফ খতমের ব্যবস্থা ।
শিক্ষার্থীদের সুবিধা সমূহ
১. দাঃ দশম শ্রেণি থেকে কামিল শ্রেণি পর্যন্ত হোস্টেলে সীট প্রদান করা হয় ।
২. হোস্টেলে অবস্থানের জন্য সীট ভাড়া নেওয়া হয় না ।
৩. বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শ্রেণি ভিত্তিক প্রথম,দ্বিতীয়,তৃতীয়
স্থান অধিকারী ছাত্রদের বেতন সম্পূর্ণ ও অর্ধ মওকুফ করা হয় ।
৪. এ ছাড়া ইয়াতিম, গরিব ও অসহায় শিক্ষার্থীদের দরিদ্র তহবিল থেকে সাহায্য
করা হয় ।
৫. দূর্বল শিক্ষার্থীদের বিশেষ তদারকী করা হয় ।