উপাধ্যক্ষের বাণী

“মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুয়াল্লিম হায় মেসলে গুল শহদ হায় ইলমে দ্বীনো , তলাবা হায় বুলবুল । ”

সকল প্রশংসা ঐ মহান রবের জন্য যিনি আমাদেরকে ইলমে ওহীর জ্ঞান দিয়ে ধন্য করেছেন । দুরুদ ও সালাম জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসূল মানবতার মুক্তির দূত দুনিয়া ও আখেরাতের কাÐারী সাইয়েদুনা রসূলুনা হযরত মুহাম্মদ মুস্তাফা (সাঃ) এর প্রতি যাঁর মাধ্যমে কুরআন পেয়েছি । যিনি বাস্তব জীবনে সাহাবীদের দ্বারা আল কুরআনের ফরমূলায় আদর্শ সমাজ বিনির্মাণ করে শান্তি প্রতিষ্ঠা করে গেছেন । সেই শ^াশ^ত বাণী ও সুন্নাতে রসূল (সঃ) এর শিক্ষা ও প্রশিক্ষণের মারকায হলো মাদ্রাসা । বর্তমান শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষার সাথে সাধারণ শিক্ষা ওতোপ্রোতভাবে জড়িত । আধুনিক তথ্যবিজ্ঞানের মৌলিক ভিত্তি আল কুরআন ও সুন্নাহ । এজন্য সর্বক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা অগ্রগণ্য । সে কারণে সকল মুসলিম সন্তানকে মাদ্রাসা শিক্ষার সুযোগ করে দেয়া অভিভাবকের ঈমানি দায়িত¦ । খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসা সেই ইলমে দ্বীন শিক্ষার একটি ঘাঁটি । প্রতিবছর এখান থেকে শিক্ষা

গ্রহণ করে অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য দেশের নামিদামি পাবলিক বিশ^বিদ্যালয়ে ভর্তি হচ্ছে । আমাদের সার্বিক প্রচেষ্টা ও আল্লাহর দয়ায় ধীরে ধীরে সফলতার সিঁড়ি বেয়ে পৌঁছে যাব মানজিলে

মাকসুদে- ইনশাল্লাহ । আল্লাহ, খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসাকে কবুল করুন ।আমিন !