ভর্তির যোগ্যতা ও প্রক্রিয়া

ভর্তি সংক্রান্ত তথ্য ও নিয়মাবলী

১। ভর্তি ফরম  অফিস থেকে গ্রহণ করতে হবে ।

২। ভর্তি ফরমের সাথে যেসব কাগজ সংযুক্ত করতে হবে ঃ

* ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ।

* পূর্ববর্তী প্রতিষ্ঠানের ছাড়পত্র , প্রশংসাপত্র ও নম্বরপত্র ।

* শিক্ষার্থীর ডিজিটাল জন্মনিবন্ধন সনদের ফটোকপি ।

* পিতা- মাতার এনাআইডি কার্ডের ফটোকপি ।

* নবম শ্রেণিতে ভর্তির জন্য অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ড ও প্রশংসাপত্র ।

৩। নার্সারী শ্রেণিতে নভেম্বর মাস থেকে এবং প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর ভর্তি করা হয় ।

৪। ক্লাস শুরু ঃ

১ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের মাধ্যমে একাডেমিক

পাঠদান শুরু হয় ।

৫। আলিম , ফাজিল ও কামিল শ্রেণিতে ভর্তি ঃ

দাখিল , আলিম ও ফাজিল শ্রেণির পাবলিক পরীক্ষার ফল প্রকাশের পর পর্যায়ক্রমে আলিম,ফাজিল ও কামিল শ্রেণিতে ভর্তির কার্যক্রম চলে । উল্লেখ্য যে, আলিম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী অনলাইনে আবেদন করতে হয় । আবেদনের সাথে ক্ষেত্রবিশেষে দাখিল,আলিম

ও ফাজিল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট , প্রশংসাপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি জমা দিতে হবে ।

* বিশেষ দ্রষ্টব্য ঃ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থিদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয় ।

* যোগাযোগ ঃ ০১৭১৫৯৫১১২৪ (অধ্যক্ষ) , ০১৯২০০৬৬৪৩১(উপাধ্যক্ষ),

০১৯২৫৮৩৪৯০৫(মুহাদ্দিস), ০১৯৩৯১৩২৩৪৪ (অফিস সহকারী ) ।